ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ১০:১৭

আজ সংবাদ সম্মেলন করবেন অলি আহমেদ

ভোরের বাংলা ডেস্ক
আজ সংবাদ সম্মেলন করবেন অলি আহমেদ

আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করবেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. অলি আহমেদ।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করবেন।

এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির দলীয় সম্মেলনে অনুষ্ঠিত হয়। জোটের শরিক দলগুলোর অনুষ্ঠানে সাধারণত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ বা ভাইস চেয়ারম্যান পর্যায়ের কেউ প্রধান অতিথি, প্রধান বক্তা বা বিশেষ অতিথি হন। কিন্তু ওই অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকে তো দেখা যায়নি।

জোট শরিকদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসাসহ এলডিপির বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে বিএনপির কোনো নেতা এবং জোটের শরিক অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব না থাকায় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়।

উপরে