ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৮ ১৬:০৪

যাত্রাবাড়ীর ওসিসহ চারজনকে বদলি

ভোরের বাংলা ডেস্ক
যাত্রাবাড়ীর ওসিসহ চারজনকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমানসহ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) সমমর্যাদার চারজনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।

আদেশে (ওসি) মো. আনিছুর রহমানকে বদলি করে প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আফজাল হোসেনকে পল্লবী থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর (পিআই), প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুর রহমানকে ওসি হিসেবে যাত্রাবাড়ী থানায় এবং লাইনওয়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অবনী শংকর করকে ডিএমপির হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে ইন্সপেক্টরদের অবিলম্বে নতুন কর্মস্থলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

উপরে