'খাদ্য সার্বভৌমত্ব অর্জনে জলবায়ু ন্যায্যতা চাই'
জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে ভয়াবহ বাস্তবতা। এ কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে উল্লেখ করে 'খাদ্য সার্বভৌমত্ব অর্জনে জলবায়ু ন্যায্যতা চাই' বলে দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ইউনিয়ন নামক একটি সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, গত বছর বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা, উত্তরাঞ্চলের বন্যা, অতিবৃষ্টি, অসময়ের বৃষ্টি, অস্বাভাবিক গরমসহ সবকিছুই জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই কৃষকের ফসলহানি যেমন ঘটছে তেমনি ফসলের ফলনও কমে যাচ্ছে আশংকাজনক হারে।
তারা বলেন, গরিব মানুষের খাদ্যের নিশ্চয়তা দিতে জলবায়ু ন্যায্যতার (ক্লাইমেট জাস্টিস) কোন বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষকে যেমন ক্ষতিপূরণ হিসেবে খাদ্যের নিশ্চয়তা দিতে পারে তেমনি কার্বন উদগিরণ সহনীয় পর্যায়ে কমিয়ে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবকে অনেক ধীরগতি সম্পন্ন ও প্রশমিত করতে পারে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষাণী সভার সভানেত্রী আসমা বেগম, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, বাংলাদেশ কৃষক ফেডারেশনের দফতর সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব আলম তালেব প্রমুখ।
