বাড্ডায় আ.লীগের সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি
রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় এখনো (সোমবার দুপুর ১২টা) মামলা হয়নি। তবে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, যেকোনো সময় মামলা দায়ের করা হবে, তদন্ত চলছে।
গতকাল রোববার (২২ এপ্রিল) রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। নিহতের নাম কামরুজ্জামান দুখু। তিনি ভাটারা থানার বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।
পুলিশের বাড্ডা-ভাটারা জোনের সহকারী কমিশনার আশরাফুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক ধরেই এই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। সেই জের ধরেই সংঘর্ষ হয়।
ভাটারা থানা সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ এর পক্ষের কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রেষারেষি চলছে।
