ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৪ মে, ২০১৮ ১২:১৩

যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় আহত ১৩

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় আহত ১৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা বালু কাটার মেশিনের (ড্রেজার) সঙ্গে ধাক্কা লাগায় এর ১৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় একটি বালু কাটার মেশিনের (ড্রেজার) সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে জোরে ধাক্কা খায় যাত্রাবাহী লেগুনাটি। পরে রাত সাড়ে চারটার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লেগুনার ১৩ যাত্রী আহত হয়েছেন। এরা হলেন- মো. জসিম (৩৫), মো. রহিম (৩৫), আবুল কাশেম (৪০), মো. মহসিন (৪০), সুমন (৩৫), হুমায়ুন কবির (২৬), আতিকুর রহমান (৩০), ফারুক (৩৫), রিয়াদ (৪০), ইব্রাহীম (৩৫), আকতার হোসেন (৪৫), আব্দুল মান্নান (২০) ও অজ্ঞাত (৫০) । এর মধ্যে আব্দুল মান্নান ও অজ্ঞাত ব্যক্তির অজ্ঞাত অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আহতদের মধ্য বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অভজারবেশন রুমে রাখা হয়েছে।

উপরে