ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩১ মে, ২০১৮ ১২:৩০

করপোরেট পার্টনারশিপ ফর ইসিডি প্রকল্পের ফলাফল নিয়ে কর্মশালা

ভোরের বাংলা ডেস্ক
করপোরেট পার্টনারশিপ ফর ইসিডি প্রকল্পের ফলাফল নিয়ে কর্মশালা

করপোরেট পার্টনারশিপ ফর ইসিডি (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) প্রকল্পের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এ কর্মশালার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মাহমুদা শারমীন বেনু। অন্যদের মধ্যে পিভিএইচ-এর কান্ট্রি ম্যানেজার নাজিব সৈয়দ, সেভ দ্য চিলড্রেন-এর শিক্ষা কর্মসূচির পরিচালক জুলফিকার বুশরা, মেহেরুন্নাহার স্বপ্না, রেডিমেড গার্মেন্টস ও অন্যান্য করপোরেট এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পটির ওপর একটি গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করা হয়। গবেষণাটি ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের পেরি-আরবান এবং উপকূলীয় অঞ্চলের ১৪টি গার্মেন্টস ফ্যাক্টরির ইসিডি প্রকল্পের উপর পরিচালিত হয়। গবেষণাটির মূল উদ্দেশ্য ছিল সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় গার্র্মেন্টস ফ্যাক্টরি কর্তৃক পরিচালিত শ্রমিক ও শ্রমিকদের পিছিয়ে পড়া শিশুদের প্রারম্ভিক শিশুবিকাশ কর্মসূচির প্রভাব যাচাই করা।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ রেডিমেট গার্মেন্ট-এর উদ্যোগে এ ধরণের ইসিসিডি কর্মসূচির প্রশংসা করেন এবং সকল অংশীজনদের সহযোগিতায় এ ধরণের কর্মসূচি ভবিষ্যতে বাস্তবানের ওপর জোর দেন।

উপরে