ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৪ জুন, ২০১৮ ১০:৫৫

ঢামেকে ইয়াবাসহ আনসার সদস্য আটক

ভোরের বাংলা ডেস্ক
ঢামেকে ইয়াবাসহ আনসার সদস্য আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে ইয়াবাসহ অাসাদ মিয়া (৩৫) নামে এক অানসার সদস্যকে অাটক করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় তাকে অাটক করা হয় বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো সুর্নিদিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এসআই বাচ্চু মিয়া জানান, রাত ১টার দিকে অানসার সদস্য অাসাদ মিয়াকে ইয়াবাসহ ডিবি পুলিশ অাটক করেছে। তবে কত পিস ইয়াবা এবং ডিবির কোন শাখায় তাকে নেয়া হয়েছে এসব তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

উপরে