আপডেট : ২৫ জুন, ২০১৮ ১৭:১৭
ঢামেকে যাবজ্জীবনপ্রাপ্ত আসামির মৃত্যু
ভোরের বাংলা ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দুদু মণ্ডল নামে (৭০) এক কয়েদি মারা গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ পড়েন। সেখানে থেকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুদু মণ্ডলের গ্রামের বাড়ি জামালপুরে। কারাগারের কয়েদি নম্বর ২৪২০/এ। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অাসামি হয়ে কারা ভোগ করছিলেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত কয়েদির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
