ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২১ জুলাই, ২০১৮ ২২:৫৮

সৌদিতে নির্যাতিত ৪৩ নারী দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক
সৌদিতে নির্যাতিত ৪৩ নারী দেশে ফিরেছেন

সৌদি আরবে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৪৩ নারী কর্মী। শনিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়া (জি নাইন ৫১৫) বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারা। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বোয়েসল শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সূত্র জানান, গত মাসের জুন থেকে ৯ জুলাই পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে ১৩৭ জন নারী দেশে ফিরেছেন। এর মধ্যে ৪ জুন রাতে সৌদি আরবের রিয়াদ সফর থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন ৩০ নারী।

১৮ জুন দেশে ফেরেন ১৬ নারী গৃহকর্মী এবং ১৯ জুন রাতেও সৌদি আরবের রিয়াদ সফর জেলের অভিজ্ঞতা নিয়ে এয়ার এরাবিয়ার বিমানে দেশে ফিরেন ২৭ নিপীড়িত নারী।

২৬ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন আরও ২২ নারী। সে সময় একটি সূত্র জানিয়েছিল, দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আরও ২৩১ নারী গৃহকর্মী।

উপরে