আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৩:৪২
কোটা সংস্কারের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা স্বাধীনতাবিরোধী
নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কারের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা স্বাধীনতাবিরোধী। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শিক্ষক সবার সমর্থন আছে। তবে আন্দোলনের নামে যারা ভিসির বাড়িতে হামলা করেছে তাদের বিচার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র শিক্ষক সবার প্রতি আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সেইসঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী কোনো ধরনের তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুশিয়ার করেছেন তিনি।
রোববার (২২ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সচেতন শিক্ষকরা মানববন্ধনে এসব কথা বলেন।
