ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৬:৪২

আগস্টে চালু হচ্ছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক
আগস্টে চালু হচ্ছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয়েছে ভারতের সর্ববৃহৎ ভিসা আবেদন কেন্দ্র। এবার আগামী মাসে (আগস্ট ২০১৮) যাত্রা শুরু হতে যাচ্ছে খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের।

জানা গেছে, খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন হিসেবে রাজেশ কুমার রাইনা নামের এক ভারতীয় কূটনীতিকে নিয়োগ দেয়া হয়েছে। গত মাসে (জুন) তিনি খুলনায় গিয়েছিলেন। তবে নির্ধারিত ভবন, সীমান প্রাচীর ও নিরাপত্তারক্ষীদের জন্য পৃথক ভবন নির্মাণের কাজ শেষ না হওয়ায় হাইকমিশন চালুর তারিখ পেছানো হয়েছে।

সংশ্নিষ্টরা জানান, খুলনায় সহকারী হাইকমিশন অফিস চালু হলে সেখান থেকেই ভারতীয় ভিসা প্রিন্ট করা সম্ভব হবে। এর ফলে ১০ দিনের জায়গায় ২ থেকে ৩ দিনেই ভিসা প্রাপ্তি সম্ভব হবে।

প্রতিবছর খুলনা অঞ্চল থেকে কয়েক লাখ মানুষ ব্যবসা, চিকিৎসা, ভ্রমণের জন্য ভারতে যান। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তথ্যানুযায়ী, গত বছর খুলনা অঞ্চলের ৪ লাখ ৩২ হাজার মানুষ দেশটির ভিসার জন্য আবেদন করেছিলেন।

উপরে