ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২২ জুলাই, ২০১৮ ১৮:১১

চট্টগ্রামে কাল যাচ্ছেন আইজিপি

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে কাল যাচ্ছেন আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চট্টগ্রামে সফরে আসছেন।

 

২৩ জুলাই তিনি দুই দিনের সফরে চট্টগ্রামে আসছেন বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

তিনি বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন।

এসময় আইজিপি বান্দরবান জেলার সদর থানা, লামা থানা, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরের দিন ২৪ জুলাই সকাল ৯টায় আইজিপি চট্টগ্রাম সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, পিবিআই, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও চট্টগ্রাম জেলা পুলিশের সাথে বিশেষ কল্যাণ ও আইন শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন।

উপরে