‘দক্ষ সার্জনের মতোই জঙ্গিবাদের ব্লক সরাচ্ছেন শেখ হাসিনা’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির হৃদয় থেকে জঙ্গি-সাম্প্রদায়িকতার ব্লকগুলো দক্ষ হার্ট-সার্জনের মতোই সরিয়ে চলেছেন।
রবিবার ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক হৃদযন্ত্র (কার্ডিয়োকেয়ার) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এই মন্তব্য করেন।
ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল রাজধানীর সোনারগাঁ হোটেলে এ সম্মেলনের আয়োজন করে।
হাসপাতালের চেয়ারপার্সন প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে খ্যাতিমান কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খানসহ সারাদেশের সহস্রাধিক হৃদরোগ চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, চার হাজার বছরের সভ্যতাসমৃদ্ধ এদেশের হৃদয়ে জোর করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার ব্লক চাপিয়ে দেয়া হয়েছিল। শেখ হাসিনা তা দক্ষ সার্জনের মতোই সরাচ্ছেন।
হাসানুল হক ইনু এসময় নিজের হৃদরোগের চিকিৎসার ওপর আলোকপাত করে এদেশের চিকিৎসকদের ওপর তার শতভাগ আস্থার কথা বলেন।
এই অনুষ্ঠান থেকে তথ্যমন্ত্রী সরাসরি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-মোজাফফর) সভাপতি ৯৬ বছর বয়সী স্বাধীনতা পদক বিজয়ী অধ্যাপক মোজাফফর আহমেদকে দেখতে যান।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সাথে আলাপকালে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত উন্নতি কামনা করেন।
