আর্টিজান মামলায় অভিযোগপত্র, জীবিত আসামি আট
দেশ কাঁপানো গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। যদিও এদের মধ্যে ১৩ জনই মৃত। দুই বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর এই প্রতিবেদন জমা দেয়া হয়।
সোমবার পুলিশের জঙ্গি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
অভিযোগপত্রে যে ২১ জনের নাম আছে, তাদের মধ্যে আট জন বিভিন্ন সময় অভিযানে ও পাঁচ জন হলি আর্টিজানে নিহত হয়েছেন। এছাড়া জীবিত আট জনের মধ্যে ছয় জন কারাগারে ও দুই জন পলাতক রয়েছেন।
কারাগারে থাকা ছয় আসামি হলেন: জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান এবং হাদিসুর রহমান সাগর।
পলাতক দুই আসামি হলেন- শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই গুলশান-২ এর অভিজাত রেস্টুরেন্টটিতে তোলপাড় করা এই হামলা করে জঙ্গিরা। ১৭ জন বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ এই হামলায় প্রাণ হারায় মোট ২২ জন।
পরদিন সেনাবাহিনীর বিশেষ কমান্ডো অভিযান অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী পাঁচজনসহ মোট ছয় জন প্রাণ হারায়।
