ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ জুলাই, ২০১৮ ১২:২১

পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দূষণ: ৮ প্রতিষ্ঠানের সোয়া কোটি টাকা ক্ষতিপূরণ

পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট ও ফরিদপুরের আটটি শিল্প প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিকে এক কোটি ৩৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর। অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং সোমবার পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ ক্ষতিপূরণ ধার্য করে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন।

 

ক্ষতিপূরণ ধার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে গাজীপুরের জায়ান্ট টেক্সটাইল মিলস লি, ইউরো ওয়াশিং, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেট, এসকেএফ ফার্মাসিউটিক্যাল ও অ্যালায়টেক এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেট, নরসিংদীর বেস্ট কটন মিলস, ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও সিলেটের আতাউর রহমান গং।

এর মধ্যে জায়ান্ট টেক্সটাইল মিলস লিমিডেটকে ১ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা, ইউরো ওয়াশিংকে-৩ লাখ ৬৫  হাজার টাকা, ব্লু ওশেন ফুটওয়্যার লিমিডেটকে ৫ হাজার টাকা, এসকেএফ ফার্মাসিউটিক্যালকে ৭০ হাজার ৫৬ টাকা; অ্যালায়টেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি লিমিডেটকে ৪ লাখ ৪৫ হাজার টাকা, বেস্ট কটন মিলসকে ৮ লাখ ৭৫ হাজার টাকা ও ফরিদপুর ৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে ৫ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া, পাহাড় কাটার দায়ে সিলেটের আতাউর রহমানসহ কয়েকজনের এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

উপরে