আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৮:২৯
বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী আফগানিস্তান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় আসা দেশটির নতুন রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে সবধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
