ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৯:২৫

ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে দুদকের অভিযান

ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন সেবাপ্রাপ্তিতে ঘুষ লেনদেনের অভিযোগ পে‌য়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএস‌সি‌সি) খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)। সেখানে সেবা প্রত্যাশীদের সঙ্গে হয়রানিমূলক আচরণের প্রমাণ পেয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দুদক।

দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) অ‌ভি‌যোগ পে‌য়ে সংস্থাটির এক‌টি দল বুধবার এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ব‌লে জানান দুদ‌কের উপপ‌রিচালক (জনসং‌যোগ) প্রণব কুমার ভট্টাচার্য। ‌তি‌নি জানান, উপ-পরিচালক মো. মনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশসহ ছয় সদস্যের ওই দল‌টি এই অভিযানে অংশ নেয়।

প্রণব ব‌লেন, তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে কার্যালয়ের বিভিন্ন সেবা প্রদানসংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির খতিয়ান সরেজমিনে পরিদর্শন করে দুদক টিম। ‌যেখা‌নে তারা দেখ‌তে পায়, পর্যাপ্ত বই না থাকার কারণে ট্রেড লাইসেন্স প্রদানে সাময়িক বিলম্ব হলেও এখন সেটি গতিশীল রয়েছে। 

দুদ‌কের এই কর্মকর্তা জানান, ‘এই কার্যালয়ে আগত সেবা প্রার্থীদের কাছ থে‌কে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। দুদক টিম সেবাপ্রার্থীদের, এলাকাবাসীর এবং দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানতে পারে, কিছু কর্মচারী সেবাপ্রত্যাশীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করেন। 

এ সময় দ‌লের সদস্যরা কার্যালয়ের প্রধান জোনাল এক্সিকিউটিভ অফিসারকে  অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর নিয়ে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করার পরামর্শ দেন।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানানন, মাঠ পর্যায়ের দপ্তরগুলো যেন দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে, তা নজরদারিতে আনতেই দুদকের এই অভিযান।

উপরে