ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ২১:০৮

মূল্যতালিকা না থাকায় ৫ মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মূল্যতালিকা না থাকায় ৫ মাংস ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তা আইন অনুযায়ী দোকানে মূল্যতালিকা না থাকায় সাভারের আমিনবাজার এলাকায় পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

তাদের দোকানগুলো হলো- জাকিরের গোস্তের দোকান, ইব্রাহিমের গোস্তের দোকান, মিয়া উদ্দীনের গোস্তের দোকান, মুনজুরের গোস্তের দোকান এবং নাজিবের গোস্তের দোকান।

বৃহস্পতিবার এসব দোকানে অভিযান চালিয়ে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান তদারকি করেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন এপিবিএন-১ এর সদস্যরা।

উপরে