দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর বাস, নিহত ২
রাজধানীতে বিমানবন্দর সড়কে কলেজ শিক্ষার্থীদের ওপর বাস উঠিয়ে দেবার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছাত্র ও একজন ছাত্রী রয়েছে বলে নিশ্চিত করেছেন কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক ছগির মিয়া। তারা দুইজনই ঢাকা সেনানিবাসে শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী।
তাৎক্ষণিকভাবে নিহত দুই শিক্ষার্থীর নাম পরিচয় জানা যায়নি। তবে ছেলে শিক্ষার্থীর পরিবারের ফোন নম্বর পেয়ে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।
এই ঘটনায় আরও ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছগির মিয়া জানান, বেলা সাড়ে ১২টার পর রেডিসন হোটেলের সামনে বাসে উঠতে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের পিষ্ট করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধরা ভাঙচুর চালাচ্ছে। বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। (আরও আসছে...)
