ভোটে সদয় থাকবে প্রকৃতি: পূর্বাভাস
ঘোর বর্ষায় ভোট। তার ওপর আবার কদিন ধরেই আবহাওয়া ভেজা। পূর্বাভাস বলছে, জনতার রায়ের দিন সদয় থাকবে প্রকৃতি। তিন নগরের মধ্যে সিলেটে ছিটেফোটা বৃষ্টি হলেও তা ভোটদানে ব্যাঘাত ঘটানোর মতো হবে না।
রাত পোহালেই রাজশাহী, সিলেট ও বরিশাল মহানগরের ভোটাররা নির্বাচন করবেন তাদের জনপ্রতিনিধি। আগামী জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনের ভোটপর্ব শেষ হচ্ছে এর মধ্যে দিয়ে।
দুই প্রধান দলের শক্তির এই লড়াই তিন নগর ছাড়িয়ে উত্তেজনা এনে দিয়েছে জাতীয় রাজনীতিতেও। কারা জেতে, ভোট নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ উঠে কি না, এ নিয়ে দৃষ্টি থাকবে গোটা দেশের রাজনৈতিক সচেতনদের মধ্যেই।
এর মধ্যে আবার ‘বেঁকে বসেছে’ আবহাওয়া। ভোটের সরঞ্জাম পাঠানোর দিনই বাধা দিয়েছে বৃষ্টি। কালকের দিনটি কেমন হবে, এ নিয়েও আছে আলোচনা।
জিজ্ঞাসার জবাব পেতে যোগাযোগ করা হয় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদের সঙ্গে। জবাব আসে, ‘রাজশাহী, সিলেট ও বরিশালের আবহাওয়া নির্বাচনের অনূকুলেই থাকবে। বৃষ্টি ওরকম হবে না।’
‘হালকা ছিটেফোটা রকমের বৃষ্টিপাত হতে পারে সিলেটে। সারা দিনে একবার দুইবার হতে পারে।’
বজলুর রশিদ বলেন, ‘এখন বর্ষাকাল চলছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হবে। তবে তিন সিটি করপোরেশন এলাকাও পুরো ড্রাই থাকবে না। অল্প সময়, দিনে এক বার দুই বার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
‘তিন সিটির মতোই সারা দেশের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনে দুই একবার বৃষ্টি হবে। সে রকম টানা বৃষ্টির সম্ভাবনা নেই।’
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা যায়, মৌসুমী বায়ুর অক্ষ বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যমন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝার অবস্থায় বিরাজমান রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃষ্টি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
