ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ২০:৫৬

বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সমাজকল্যাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সমাজকল্যাণমন্ত্রীর

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করে জড়িত দুই বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, ‘রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ শিক্ষার্থীদের ওপর বাস চালিয়ে দেওয়া দুই চালক ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটি দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

উপরে