ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩০ জুলাই, ২০১৮ ১৬:০৭

কয়লা গায়েবে ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
কয়লা গায়েবে ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চায় দুদক

দিনাজপুরের বড়পুকুরিয়া প্রায় দুইশ কোটি টাকার কয়লা গায়েবের ঘটনায় মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার শীর্ষ ২১ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরুল আওরঙ্গজেবকে তলব করেছে সংস্থাটি

দুদক সূত্র মতে, কয়লা কেলেঙ্কারির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা চেয়ে অনুরোধ জানিয়ে সোমবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে দুদক উপপরিচালক মো. শামসুল আলম সই করা পৃথক চিঠি পাঠানো হয়েছে।

এর আগে যে চার কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল, তারাও এই তালিকায় রয়েছেন বলে দুদক জানায়। এদের মধ্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) প্রাক্তন এমডি হাবিব উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবুল কাশেম, খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও ডিজিএম (ভাণ্ডার) এ কে এম খালেদুল ইসলামকে গত ২৬ জুলাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এদিকে খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে আগামী ১ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই বড়পুকুরিয়ার দুর্নীতির তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। দুদকের উপপরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম। যার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয়েছি দুদকের পরিচালক কাজী শফিক।

নিষেধাজ্ঞা দেওয়া ১৯ আসামি যারা- সাময়িক বরখাস্তকৃত বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুর-উজ-জামান চৌধুরী, উপমহাব্যবস্থাপক (স্টোর) এ কে এম খালেদুল ইসলাম, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়া, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক, উপব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মুহাম্মদ খলিলুর রহমান।

এছাড়া কোল মাইনিং কোম্পানির প্রাক্তন এমডি কামরুজ্জামান ও আমিনুজ্জামানের বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উপরে