ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১৪:৩৪

সামরিক প্রশিক্ষণ ম্যানুয়ালসহ জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সামরিক প্রশিক্ষণ ম্যানুয়ালসহ জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ ম্যানুয়ালসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ধোলাইপাড় ও উত্তর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন র‌্যাব-১০ এর এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান, ‘রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত পৌনে ১১ টার তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ম্যানুয়াল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

উপরে