ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩১ জুলাই, ২০১৮ ১৯:৪০

ট্রেড লাইসেন্সে হয়রানি, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
ট্রেড লাইসেন্সে হয়রানি, দুদকের অভিযান

ট্রেড লাইসেন্স নবায়নে অতিরিক্ত অর্থ রাখাসহ বইয়ের ঘাটতি দেখিয়ে হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক অভিযোগ নম্বরে (১০৬) সংবাদ পেয়ে নগর ভবনে এই অভিযান চালায় দুদকের একটি দল। দুদক উপপরিচালক হেলালউদ্দিন শরীফ এতে নেতৃত্ব দেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, নগর ভবনের প্রধান রাজস্ব কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে দুদক দলের। তিনি দুদককে জানান, ট্রেড লাইসেন্স নবায়নসংক্রান্ত জটিলতা ও হয়রানি শিগগির নিরসন করা হচ্ছে এবং অনলাইনে ফি পরিশোধের প্রক্রিয়া চলছে।  আগামী দুই সপ্তাহের মধ্যে এই সেবা পুরোপুরি অনলাইনে পাওয়া যাবে বলে তিনি দুদককে জানিয়েছেন।

প্রণব বলেন, নগর ভবনের বেশ কিছু সেবা, যেমন হাউজ ট্যাক্স প্রদান অনলাইনে হচ্ছে এবং আগামী বছর নাগাদ সব সেবা অনলাইনে পাওয়া যাবে বলে ওই কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে দুদক টিম নগর ভবনে অবস্থিত দুটি আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট সবাইকে ঘুষ-দুর্নীতি ও অনিয়মমুক্ত সেবা নিশ্চিতের পরামর্শ দেয়। উপস্থিত সেবাপ্রার্থীদের সহায়তা প্রাপ্তির জন্য দুদকের নিজস্ব অভিযোগ কেন্দ্রে (১০৬) জানানোর পরামর্শ দেয় দুদক দল।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘দুদক টিম সবধরনের সরকারি সেবা প্রদান প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে চায়, এই লক্ষ্যেই এ ধরনের নজরদারিমূলক অভিযান চলছে।’

উপরে