ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১ আগস্ট, ২০১৮ ১৩:৩৯

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত ছুটি!

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে অঘোষিত ছুটি!

রাজধানীর কুর্মিটোলায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চলমান ছাত্র বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজে অঘোষিত ছুটি ঘোষণা করা হয়েছে। কোনও কোনও প্রতিষ্ঠানে ছুটির নোটিশ দেয়া হলেও কোনও কারণ উল্লেখ করা হয়নি। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান কোনও নোটিশ ছাড়াই বন্ধ করে দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যাতে সংঘবদ্ধ হতে না পারে এ জন্যই স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্যও দেয়নি। অনেকে আবার ছুটি ঘোষণার জন্য নিজস্ব কারণ দেখানোর চেষ্টা করেছে।

ধানমণ্ডির একটি কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত ছবিতে দেখা যায়, ১ আগস্ট ছুটির একটি নোটিশ দেয়া হয়েছে। তবে কি কারণে ছুটি দেয়া হয়েছে তা ওই নোটিশে উল্লেখ নেই।

রবিবার জাবালে নূর নামের একটি পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় দুই বাসের চালক ও হেলপারসহ গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়কের দাবিতে সেই থেকে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরইমধ্যে তারা সোমবার ও মঙ্গলবার বেশ কয়েকটি ভাঙচুর করেছে। সরকারি তরফে বিচারের আশ্বাস এলেও বুধবারও রাস্তায় নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

উপরে