ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১ আগস্ট, ২০১৮ ১৫:৫২

দুর্ঘটনায় দ্রুত বিচারের বিধান হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দুর্ঘটনায় দ্রুত বিচারের বিধান হচ্ছে: আইনমন্ত্রী

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় দ্রুত বিচারের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে মোট ১২টি ক্ষেত্রে বিচারের কথা বলা আছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ছড়িয়ে যাওয়া বিক্ষোভে তৃতীয় দিনের মতো রাজধানী প্রায় অচল হয়ে যাওয়ার প্রেক্ষিতে এ কথা বললেন মন্ত্রী।

এর আগে সড়ক ভবনে গণমাধ্যমকর্মীদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সংসদের আগামী অধিবেশনে আইনটি পাস হলেই তারা কিছু কঠোর ব্যবস্থা নেবেন।

আর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকরা আইনমন্ত্রীর কাছে জানতে চান এই আইনে কী আছে। মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনায় যে শাস্তি হওয়া উচিত, তার সর্বোচ্চটাই থাকছে সড়ক পরিবহন আইনে।

‘আইনটিতে তড়িৎ গতিতে বিচারের ব্যবস্থাও রাখা হয়েছে। এই আইনে সংশ্লিষ্ট কোনো অপরাধী আইনের কোনো ফাঁক ফোঁকর দিয়ে বের হতে পারবে না।’

‘যদি কেউ বড় অপরাধ করে তাহলে তাকে এ আইন অনুযায়ী বড় শাস্তি পেতে হবে। আবার কেউ ছোট অপরাধ করে বড় শাস্তি পাবারও আশঙ্কা থাকবে না এই আইনে।’

মন্ত্রী জানান, আইনটিতে আরও ১২টি বিষয় রাখা হয়েছে। চালকদের নানা ভুলের শাস্তি হিসেবে ব্যবহার করা হবে এই বিষয়গুলো।

‘প্রধানমন্ত্রী চান আইনটি দ্রুত পাস হোক এবং অপরাধীরা শাস্তি পাক। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ও আন্তরিক ভূমিকা রাখছে’-বললেন আনিসুল হক।

উপরে