ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১১:০১

পিকআপের ধাক্কায় আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
পিকআপের ধাক্কায় আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেলে ভর্তি

আন্দোলনরত অবস্থায় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত শিক্ষার্থী ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

বুধবার রাতে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রোঅ্যাকটিভ হাসপাতাল থেকে তাকে ঢামেকে আনা হয়। বর্তমানে তাকে ঢামেকের ইউরোলজি বিভাগের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফয়সাল সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী। দুই শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বুধবার রাজধানীর শনির আখড়ায় আন্দোলনরত ছিলেন তিনি। সে সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে তাকে সিদ্ধিরগঞ্জের প্রোঅ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চাপা দেয়া পিকআপ ভ্যানটির পালিয়ে যাওয়ার মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের আন্দোলন আরও কঠোর রূপ নেয়।

ফয়সালের চিকিৎসার বিষয়ে ঢামেকের চিকিৎসক ডা. মাসুদ সাংবাদিকদের জানান, তার মূত্রথলিতে কিছু সমস্যা থাকতে পারে। আমরা তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছি। সেসবের রিপোর্ট পেলে তার স্বাস্থ্যের বিষয়ে জানা যাবে।

উপরে