আজও শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানের মতো শাহবাগেও জড়ো হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। হাতে হাত বেঁধে গোল হয়ে দাঁড়িয়ে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। ধীরে ধীরে ছাতা হাতে জমায়েত বাড়তে থাকে।
সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে আসতে থাকেন রাজধানীর বেশ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের অনেককে কলেজের পোশাক পরে আসতে দেখা যায়।
রবিবার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ঘটনার পর সাংবাদিকের প্রশ্নে শাজাহান খান অনুষ্ঠানের সঙ্গে প্রশ্নটি প্রাসঙ্গিক নয় বলে হাস্যমুখে জবাব দেন।
পরে অবশ্য মন্ত্রী বলেন, ‘যার যতটুকু অপরাধ, সে ততটুকু শাস্তি পাবে।’তবে এই জবাবের চেয়ে মন্ত্রীর হাসিমুখের ছবি নিয়ে সব মহলে শুরু হয় চরম সমালোচনা।
পরদিন বিক্ষোভে নৌমন্ত্রীকে দুঃখ প্রকাশের দবি জানানো হয় এবং মন্ত্রী স্বীকার করেন, তার হাসি দেয়া উচিত হয়নি আর এই ছবি দেখে তিনি নিজেও মর্মাহত হয়েছেন।
তারও পরদিন মন্ত্রী আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তারপরও বিষয়টি শেষ হয়নি।
বৃহস্পতিবার সকালে টানা চতুর্থ দিনের মতো নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বসে আছে শিক্ষার্থীরা। শাহবাগে অবস্থান নেয়া শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনে শ্লোগান দিতে থাকেন।
ওই এলাকায় যান খুব একটা না চললেও অ্যাম্বুলেন্স ও হাজিদের পরিবহন করা গাড়ি ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। বেলা পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে অবস্থান করছিল শিক্ষার্থীরা।
