ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১৫:৫৮

পুলিশকে লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
পুলিশকে লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ ডিএমপির

পুলিশের গাড়িতে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুরে এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ির কাগজপত্র পরীক্ষার সময় পুলিশের গাড়িকেও ছাড় দেয়নি শিক্ষার্থীরা। কাগজপত্র না থাকায় পুলিশের গাড়িকেও মামলা দিতে পুলিশকে বাধ্য করে তারা। এরপরেই ডিএমপি থেকে এ নির্দেশনা এল।

উল্লেখ্য, রবিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করে। টানা আন্দোলনের চতুর্থ দিন আজ। এরই মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ করে রেখেছেন কয়েক হাজার শিক্ষার্থী। ফলে রাজধানীর যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

গত তিনদিনই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়া হয়। এদিকে বেপরোয়া ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও এ ঘটনার নিন্দা জানিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন।

উপরে