ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
আপডেট : ২ আগস্ট, ২০১৮ ১৭:২৮

শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে নিসচার মানববন্ধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে নিসচার মানববন্ধন শুক্রবার

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করবে নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন সংগঠন নিরাপদ সড়ক চাই।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এদিকে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার তাদের আন্দোলরে পঞ্চম দিনেও স্থবির রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

উপরে