লাইসেন্স খুঁজতে গিয়ে মিলল অস্ত্র, মাদক
এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার গল্পের মতো। পুলিশের গোয়েন্দা শাখা –ডিবির স্টিকার লাগানো একটি গাড়িতে চালকের লাইসেন্সের খোঁজে তল্লাশিতে পাওয়া গেল, গাঁজা, ইয়াবা, স্বর্ণালংকার ও ধারালো অস্ত্র। আটক করা হয় লোকমান নামে একজনকে।
অবশ্য এটি ডিবির গাড়ি কি না, সেই বিষয়টি নিশ্চিত করা যায়নি। পুলিশ সেটি খতিয়ে দেখছে।
বৃহস্পতিবার বিকালে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় এই ঘটনাটি ঘটে। নগরীর বিভিন্ন এলাকাটির মতো এখানেও সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে থাক।
সকাল থেকেই চলছিল এই লাইসেন্সের তল্লাশি। এর মধ্যে বিকালে একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-অ ০০.০৪৯৮ আজাদ কার প্যালেস) সামনে ডিবি লেখা স্টিকার দেখে শিক্ষার্থীরা গাড়ির কাজগ ও চালকের লাইসেন্স দেখতে চায়।
এ সময় গাড়িতে থাকা একজন ব্যক্তি নিজেকে গাজীপুর গোয়েন্দা পুলিশের ইনস্পেক্টর ডেরিক স্টিফেন কুইয়া পরিচয় দিয়ে গাড়ি থেকে বের হয়ে আসেন। আর তিনি কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়িতে এই ইন্সপেক্টরের নামের ভিজিটিং কার্ড পাওয়া যায়।
গাড়িতে থাকা লোকমান নিজেকে ডেরিকের গাড়িচালক পরিচয় দিয়ে জানান, তারা উত্তরা ১২নং সেক্টর থেকে ইন্সপেক্টর ডেরিককে নিয়ে গাজীপুর ডিবি অফিসে যাচ্ছিলেন।
পরে লোকমানকে পুলিশে দেয়া হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিবির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস, মাদক ও স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে গাড়িটি ডিবির কি না এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।’
