শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর বাস্তবায়ন করা এক নয়: আবুল মকসুদ
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর দাবি বাস্তবায়ন এক নয় বলে মন্তব্য করেছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আগামী সোমবার (৬ আগস্ট) কেবিনেট মিটিং আছে। সেখানে নিরাপদ সড়ক আইনটি উঠনোর কথা আছে। সরকার দাবি কতটুকু মেনে নিয়েছে সেটা বোঝা যাবে সরকার কেমন আইন করছে। কারণ দাবি মেনে নেওয়া আর বাস্তবায়ন এক নয়।’
শুক্রবার (৩ আগস্ট) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। ৩২ টি সামাজিক, পরিবেশবাদী সংগঠন এই নাগরিক সমাবেশে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্য হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করতে হবে। গতকাল (বৃহস্পতিবার) মিরপুরে কোমলমতী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলায় জড়িত তাদের অপসারণ দাবি করছি। আর কোনও শিশুর ওপর যেন হামলা না হয়,সেই দাবি করছি।’
এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, ‘নিরাপদ সড়কের এ দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। সরকারের কাছে এসব কাগজপত্র আছে। কিন্তু তারপরেও সরকার নিরাপদ সড়কের দাবি পূরণ করতে চায় না। ’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘কারা আপনার কাছে গুরুত্বপূর্ণ সরকারি লোক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা? নাকি এদেশের ১৮ কোটি মানুষ। শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নন। তারা এদেশের সংকট দেখে নেমেছে। আমরা যা পারি নি তারা তা করে দেখিয়েছে।’
নাগরিক সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
