ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৪:০০

ছাত্রদের আইডি কার্ড সঙ্গে রাখার পরামর্শ ওসির

নিজস্ব প্রতিবেদক
ছাত্রদের আইডি কার্ড সঙ্গে রাখার পরামর্শ ওসির

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করে যেন বিশৃঙ্খলতা করতে না পারে সেজন্য তাদের পরিচয়পত্র বা আইডি কার্ড সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

শনিবার রাজধানীর ফার্মগেটের মূল সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় সেখানে এসে এ পরামর্শ দেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এরপর থেকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। যানবাহন ও চালকের লাইসেন্স তল্লাশি করছে আন্দোলনকারীরা। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে।

এর মধ্যে গত দুই দিন ধরে গভীর রাতে আর সাপ্তাহিক ছুটির দিন এমনকি অলিগলিতে লাইসেন্স তল্লাশি ও হয়রানির অভিযোগ করছেন ভুক্তভোগী বহুজন। সামাজিক মধ্যম ফেসবুকে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বহুজন জানাচ্ছেন, যারা এসব করছে, তাদেরকে ছাত্র মনে হয়নি তাদের। আবার স্কুলের পোশাক বিক্রি হয় এমন বেশ কিছু দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বছরের এই সময়ে পোশাক বিক্রি না হলেও এই আন্দোলন শুরুর পর হঠাৎ বেড়ে গেছে বিক্রি। একাধিক বিক্রেতা নিজেরাই অবাক হওয়ার কথা জানিয়েছেন।

সরকারের আশঙ্কা, শিক্ষার্থীদের ভিড়ে মিশে গিয়ে ছাত্র পরিচয়ে নাশকতার চেষ্টা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একাধিকবার অন্তর্ঘাতের আশঙ্কার কথা তুলে ধরেছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বারবার এই সতর্কতা দিচ্ছেন।

ওসি মাজহারুল ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন করতে অনুরোধ জানিয়ে বলেন, ‘তোমরা সবাই যার যার স্কুল-কলেজের আইডি কার্ড পরে রাস্তায় থাকবে। কুচক্রীরা এসে তোমাদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করবে। বাইরের কেউ এসে রাস্তায় দাঁড়ালে আমাদের জানাবে। আর যদি সম্ভব হয় তোমরা দ্রুত রাস্তা ছেড়ে দাও। মানুষের খুব ভোগান্তি হচ্ছে।’

উপরে