ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৫:১৯

ঝিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক
ঝিগাতলায় শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর ঝিগাতলায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

শনিবার দুপুর দেড়টার দিকে ঝিগাতলা মোড়ে অবস্থানরত কয়েকশ শিক্ষার্থীদের অতর্কিতে ধাওয়া দেয় একদল যুবক। এতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় তারা ইট-পাটকেলও নিক্ষেপ করে। এসময় কয়েকজন শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখা গেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তাদের শান্তিপূর্ণ অবস্থানে হঠাৎ একদল যুবক এসে ধাওয়া দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে ধাওয়াকারী যুবকরা কারা তাৎক্ষনিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ধাওয়া-পাল্টার সময় যুবকরা স্থানীয় ট্রাম্প ক্যাফেতে ঢুকে ভাংচুর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভিডিও করার দায়ে একজনের মোবাইল ফোন নিয়ে গেছে জানা গেছে।

এদিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঝিগাতলা এবং এর সন্নিহিত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ প্রতিবেদন লেখার সময়ও (দুপুর দুইটা দশ) সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

উপরে