ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৭:২৩

মিরপুরে গোলচত্বর অবরোধ

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে গোলচত্বর অবরোধ

রাজধানী মিরপুর-১০ গোলচত্বর অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে জাতীয় সঙ্গীত গাইছে। এছাড়া বিভিন্ন স্লোগান ও মিছিল করছে। এর ফলে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে তাদের দাঁড়াতে দেয়নি শ্রমিক লীগ। শ্রমিক লীগের কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের অবস্থান নিতে বাধা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করছে বলে অনেক ছাত্র দাবি করে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে মিরপুর-২ এর দিকে দৌড়ে পালিয়ে যায় তারা।

মিরপুর বাংলা স্কুলের এক ছাত্র জানায়, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একে অপরের সমস্যা হলে এগিয়ে যাচ্ছি। ছাত্রলীগও তো ছাত্র। তারা আমাদের উপর হামলা করবে কেন?

প্রত্যক্ষদর্শী সুমন জানান, সকাল থেকেই নিরাপদ সড়কের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবস্থান নেয়। বিভিন্ন সময় তারা স্লোগান ও মিছিল করে।

সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, বাংলা স্কুল অ্যান্ড কলেজ, সরজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বিসিআইসি, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ ও আবু তালেব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশ নেন।

উপরে