আবারো সড়কে শিক্ষার্থীরা, কয়েক জায়গায় হামলা-সংঘর্ষ
রাজধানীর জিগাতলায় ছাত্রদের উপর হামলার বিচার ও এবং নিরাপদ সড়কের দাবিতে আবারো রাজধানীর বিভিন্ন সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন মোড় অবরোধ শুরু করেন তারা। এ সময় রামপুরায় সংঘর্ষ ও জিগাতলায় শিক্ষার্থীদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করা হয়।
সকালে রামপুরায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। এসময় তারা বিভিন্ন স্লোগানে রামপুরার সড়ক অবরোধ করেন। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে।
এদিকে জিগাতলায় আবারো ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে বলে জানা গেছে।
অপরদিকে, সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহস্রাধিক শিক্ষার্থী। অবরোধের কারণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
এই সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, নৌমন্ত্রীর পদত্যাগের বিভিন্ন স্লোগান দিচ্ছে। জানতে চাইলে আন্দোলনে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলেন, ‘কাল শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। একই সাথে নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ এবং নিরাপদ সড়কের দাবি করছি।’
