আপডেট : ৫ আগস্ট, ২০১৮ ১৪:০২
সায়েন্স ল্যাব মোড় থেকে পিছু হটেছে একদল শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
ঝিগাতলায় গমনেচ্ছু কয়েকশ শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় থেকে পিছু হটেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে এসব শিক্ষার্থী জড়ো হয়েছিল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে। দেড়টার দিকে পুলিশের কড়া অবস্থানের কারণে তারা শাহবাগমুখী সড়কে সারিবদ্ধভাবে ফেরৎ যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাসহ আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় ঝিগাতলায় যাবার উদ্দেশে। শনিবার ঝিগাতলার যেখানে সংঘর্ষ হয় সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে তারা যেতে চাচ্ছিল।
