ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৪:২৮

শ্রমিকদের ‘ঈদ বোনাস’ ১৬ আগস্টের মধ্যে প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
শ্রমিকদের ‘ঈদ বোনাস’ ১৬ আগস্টের মধ্যে প্রদানের নির্দেশ

তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের কোরবানির ঈদের বোনাস ১৬ আগস্টের মধ্যে প্রদানের নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সাথে মিটিং শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

তিনি বলেন, পোশাক শ্রমিকদের ১৬ তারিখের মধ্যে ঈদের বোনাস দিতে হবে, কারখানার সক্ষমতা ভেদে চলতি মাসের  আংশিক বেতন শ্রমিকদের সাথে আলোচনা করে ১৬ আগস্টের মধ্যে প্রদান করতে হবে।

বিকেএমইএর সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা, বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং শ্রমিকদের পক্ষে রায় রমেশ, সিরাজুল ইসলাম রনি ও লিশা ফেরদৌস বৈঠকে উপস্থিত ছিলেন।

উপরে