ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৪:৫৩

মূল্য তালিকা না থাকায় ১৪ মাংস ব্যবসায়ী‌কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মূল্য তালিকা না থাকায় ১৪ মাংস ব্যবসায়ী‌কে জরিমানা

ভোক্তা আইন অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকায় ১৫ মাংস ব্যবসায়ী‌কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার সাভার কাঁচাবাজার, গ্যান্ডা, আমিনবাজার, হেমায়েতপুর এলাকায় অবস্থিত গোস্তের দোকানে অভিযান চালিয়ে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকানগু‌লো হ‌লো- কালু মিয়ার গোস্তের দোকান, এরশাদের গোস্তের দোকান, সুজনের গোস্তের দোকান, শাহিনের গোস্তের দোকান, আলতাফের গোস্তের দোকান, সাইদুলের গোস্তের দোকান, মনিরের গোস্তের দোকান, সামিদ গোস্ত বিতান, কাদের গোস্ত বিতান, কাশেম গোস্ত বিতান, জাহাঙ্গীর হক গোস্ত ব্যবসায়ী, বিল্লাল হোসেন গোস্ত ব্যবসায়ী।

একই অভিযোগে মামুনের মাছের দোকান, রহিম কনফেকশনারি ও কামাল কনফেকশনারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের তদার‌কি ক‌রেন অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুর রহমান। প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সা‌র্বিক সহযোগিতা প্রদান ক‌রেন এপিবিএন-১ এর সদস্যরা।

উপরে