শিল্প গড়ুন, গ্যাস-বিদ্যুৎ সমস্যা না : তৌফিক-ই-ইলাহী
উদ্যোক্তাদের বড় বড় শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, যে মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা, সেখানে গ্যাস-বিদ্যুৎ কোনো সমস্যা হতে পারে না।
জ্বালানি দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোসেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
তৌফিক-ই-ইলাহী বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কখনো ওয়াদার বরখেলাপ করেন না। আমরা কথা দিয়েছিলাম সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। এ বছরের মধ্যে সারাদেশ বিদ্যুতের আওতায় আসবে।
তিনি বলেন, আমরা যখন এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বের হওয়ার পথে, তখন গবেষকদের বলতে শুনেছি, এলডিসি থেকে বের হলে নাকি সমস্যা হবে। আমি অবশ্য তাদের তথাকথিত গবেষক বলি। তারা সাধারণ বাঙালিদের গবেষণা করে জীবিকা নির্বাহ করে। এরা চায় না সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়ন হোক।
এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার অগ্রযাত্রায় বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এরপর মধ্যম ও উন্নত দেশে পরিণত হবো আমরা। তবে পশ্চিমাদের অনুকরণে হবে না। আমাদের দেশ এমন হবে, যেখানে সবাই শিক্ষা পাবে, মায়েদের স্বাস্থ্য ভালো থাকবে।
