ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১০ আগস্ট, ২০১৮ ২০:২৭

ঈদে ২৩টি সেতু খুলে দেয়ার ঘোষণা মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ঈদে ২৩টি সেতু খুলে দেয়ার ঘোষণা মন্ত্রীর

দেশের বিভিন্ন মহাসড়কে নির্মিত ২৩টি সেতু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন, এর ফলে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট হবে না। তবে গরুবাহী যানের কারণে ধীরগতি থাকতে পারে বলে জানান মন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। ঈদকে সামনে রেখে সাভারে নবীনগরে ফিটনেস যান ও লাইসেন্সবিহীন চালকদের কাগজ পরীক্ষা-নিরীক্ষা ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাকে সাধুবাদ জানান মন্ত্রী। বলেন, ‘শিক্ষার্থীদের এই গঠনমূলক আন্দোলনের কারণে আজ বিআরটিএ অফিসগুলোতে লাইসেন্স ও ফিটনেস নবায়নের হিড়িক পড়েছে। দিনের অতিরিক্ত সময় কাজ করেও শেষ না হওয়ায় হিমশিম খেতে হচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের।’

মন্ত্রী বলেন, ‘তবে আন্দোলন চলাকালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে যারা হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা ছাত্র হতে পারে না। হাজার হাজার ভুয়া আইডি কার্ড বানিয়ে বদমতলবিরা আন্দোলনে যোগ দিয়েছে। বই বহন করা ব্যাগের মধ্যে পাথর ও চাপাতি বহন করেছে। তাই কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এসব বদমতলবি ও সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করেছে।  তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসময় মন্ত্রীর সঙ্গে মানিকগঞ্জ সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে