ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১১:৫৪

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

ঢাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত চলে পুলিশের বিশেষ এই অভিযান। অভিযানে অংশ নেন মহানগর গোয়েন্দা (ডিবি), কাউন্টার টেররিজম এবং থানা পুলিশের সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৩৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার একই অভিযানে ঢাকা থেকে ৬১ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উপরে