আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ২০:২৯
ঈদুল আজহা ২২ আগস্ট
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আকাশে রবিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকাটাইমসের প্রতিনিধিরাও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।
হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলিমরা। সেই হিসাবে আগামীকাল সোমবার থেকে ১৪৩৯ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
