ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ২১:১৯

তেজগাঁওয়ে পাঁচ দিনমজুর অজ্ঞানপার্টির খপ্পড়ে

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে পাঁচ দিনমজুর অজ্ঞানপার্টির খপ্পড়ে

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট থেকে পাঁচ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আনোয়ারা পার্ক থেকে উদ্ধারকৃত ওই পাঁচ ব্যক্তি দিনমজুর বলে জানা গেছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

রবিবার বিকালে এ ঘটনা ঘটে। তাদেরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার বেলা পৌনে তিনটার সময়ে আনোয়ারা পার্কের মধ্য থেকে এই পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

জানা গেছে, তারা বেশ কিছুদিন আগে কাজের সন্ধানে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। তবে তাদের কাছ থেকে কী পরিমাণ টাকাপয়সা খোয়া গেছে তা জানাতে পারেননি ভুক্তভোগিরা।

উপরে