ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ২১:৩১

সৃজনশীল পাঠাদানে প্রশিক্ষণ নিয়েছেন ১৬৯২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
সৃজনশীল পাঠাদানে প্রশিক্ষণ নিয়েছেন ১৬৯২ শিক্ষক

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগাম-২ এর আওতায় পরিচালিত সৃজনশীল পদ্ধতিতে পাঠদানকারী শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ১৬৯২ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১৬৪০০০ শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

রোববার (১২ আগস্ট) সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জানানো হয়, এসব শিক্ষকদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে এ প্রশিক্ষণ যথেষ্ট নয়। কমিটি মাসব্যাপী প্রশিক্ষণের সুপারিশ করে।

মাঠ পর্যায়ে বিদ্যালয় পরিদর্শনে যে সব কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেয়েছেন তারা কি কাজ করেন, তাদের মাধ্যমে শিক্ষার মানের কি পরিবর্তন হচ্ছে তা যথাযথ তদারকির পরামর্শ দেয়া হয় বৈঠক থেকে।

কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে