ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮ ১৬:৫৪

আইন কীভাবে মানতে হয়, দেখাবে দুদক

নিজস্ব প্রতিবেদক
আইন কীভাবে মানতে হয়, দেখাবে দুদক

দেশের বেশিরভাগ ক্ষমতাবান ব্যক্তি আইন মানতে চান না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বলেছেন, কীভাবে আইন মানাতে হয় সামনের দিনগুলোতে দেখিয়ে দেবে দুদক।

সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ এম বেতারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান আইন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ এবং ক্ষমতাবানরা আইন মানতে চান না। সামনের দিনগুলোতে কীভাবে আইন মানাতে হয় তা আমরা দেখিয়ে দেবো। অন্য দেশে আইন তৈরি হয় আইন মানার জন্য, কিন্তু আমাদের দেশে আইন তৈরি হয় ভাঙার জন্য।’

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএকে কোনো ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা বিআরটিএর বিরুদ্ধে যতগুলো অভিযান পরিচালনা করেছি ততোগুলো অভিযান অন্য কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে করিনি। কিন্তু সেই যে লেজ তা আর সোজা হচ্ছে না।’

উপরে