ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১৩:৫৭

চলতি মাসেই হাসিনা-মোদি বৈঠক

নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই হাসিনা-মোদি বৈঠক

আসামের চল্লিশ লাখের বেশি মানুষের নাগরিকত্ব জটিলতার মধ্যে এ মাসের শেষে নেপালে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে দুই দেশের শীর্ষ প্রধানের এটি দ্বিতীয় বৈঠক।

এ মাসের শেষ দিকে নেপালে চতুর্থ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ৩০ ও ৩১ আগস্ট নেপালে অবস্থান করবেন। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক হবে। বৈঠকে আসামে নাগরিকত্ব নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে দুই নেতার মধ্যে কথা হতে পারে।

এদিকে নেপালে একটি ভালো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। বৈঠকে উভয় নেতা যে কোনো সহযোগিতা বা জটিল বিষয়ে আলোচনা করতে পারেন।’

আসামে সৃষ্ট জটিলতা নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দুই নেতার মধ্যে যে কোনো বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতন সফরের সময়ে দুই নেতার মধ্যে বৈঠক হয়। সে হিসেবে চলতি বছরে দুই প্রধানমন্ত্রীর এটিই হবে দ্বিতীয় বৈঠক।

উপরে