ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
আপডেট : ১৬ আগস্ট, ২০১৮ ১৫:৩৭

পান্থপথে বিআরবি হাসপাতালে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
পান্থপথে বিআরবি হাসপাতালে র‌্যাবের অভিযান

রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে (সাবেক গ্যাস্ট্রোলিভার) অভিযান চালাচ্ছে র‌্যাব। বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাব ও ওষুধপত্রের মেয়াদ যাচাইয়ে অভিযান পরিচালনা করছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান শুরু হয় বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ‘তাদের ওষুধের ফার্মেসি এবং ওষুধের স্টোর রুম দেখা হচ্ছে। বড় কিছু পাওয়া যায়নি। সব কিছু যাচাই বাছাই করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

এর আগে গত ৪ জুলাই রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরের ইবনে সিনা হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই দিন ধানমন্ডিতে অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ৮ লাখ ও নর্দান মেডিকেল কলেজ হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

উপরে