শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন কাদের
সড়ক দুর্ঘটনায় আহত শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২১ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আঁচিয়ার মা নাহিদা ইসলাম নুপুর এবং পরিবারের আরেক সদস্য নিহত হন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বুধবার রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) চিকিৎসাধীন আঁচিয়ার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় একই হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের অক্সিজেন মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী আজগর আলীর চিকিৎসার দায়িত্বও নেন মন্ত্রী।
এছাড়া মন্ত্রী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটুর অসুস্থ মাকেও দেখতে যান।
এ সময় তিনি চিকিৎসাধীন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবদুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন।
ওবায়দুল কাদের অসুস্থ রোগীদের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
