ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
আপডেট : ৩০ আগস্ট, ২০১৮ ১০:৩৪

মায়ের কোলে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মায়ের কোলে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

মায়ের সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত শিশু আকিফা মারা গেছে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় শিশুটি।

তার বাবা হারুনুর রশিদ জানান, মাঝ রাত থেকে আকিফার শারীরিক অবস্থার অবনতি হয়। ফজরের আজানের সময় আকিফার মৃত্যু হয়।

মঙ্গলবার কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ থেমে থাকা গেঞ্জেরাজ পরিবহনের বাসটি চলতে শুরু করে আফিফার মা রিনা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এসময় মায়ের কোলে ছিল আফিফা। বাসের ধাক্কায় আফিফা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়েকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শিশু আফিফাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এদিকে, বাসের ধাক্কায় আকিফার মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা।

উপরে